ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাগদান সারলেন ভারতীয় ক্রিকেটার চাহাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, আগস্ট ৯, ২০২০
বাগদান সারলেন ভারতীয় ক্রিকেটার চাহাল

কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার সঙ্গে বাগদান সারলেন ভারতীয় লেগস্পিনার যুজভেন্দ্র চাহাল। শনিবার এক ইন্সটাগ্রাম পোস্টে এমনটি নিশ্চিত করেছেন চাহাল নিজেই।

একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেন, পরিবারকে সাথে রেখে আমরা হ্যাঁ বলেছি।

ছবি শেয়ার করেছেন ধনশ্রী নিজেও। তার ইন্সটাগ্রাম প্রোফাইল অনুযায়ী তিনি একজন ডাক্তারও। আর তিনিও একই ক্যাপশন লিখেছেন।

এদিকে চাহালের বাগদানে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার ও কোচরা। অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, দুজনকেই শুভেচ্ছা, ঈশ্বরের মঙ্গল করুক। একইভাবে শুভেচ্ছা জানয়েছেন ওপেনার শিখর ধাওয়ানও।

ভারতীয় কোচ রবি শাস্ত্রী লিখেছেন, দুজনের প্রতি শুভকামনা রইল। শুভেচ্ছা তোমাদের-লিখেছেন ভুবেনেশ্বর কুমার।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।