ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পেশোয়ার জালমির নতুন কোচ ড্যারেন স্যামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৮, মার্চ ৫, ২০২০
পেশোয়ার জালমির নতুন কোচ ড্যারেন স্যামি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির নতুন কোচের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি। 

বৃহস্পতিবার (০৫ মার্চ) পেশোয়ার জালমি তাদের নতুন কোচের নাম ঘোষণা করেন। স্যামি বর্তমানে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করছেন।


 
মোহাম্মদ আকরামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন স্যামি। আকরাম পেশোয়ার জালমির পরিচালকের দায়িত্ব পালন করবেন। ২০১৬ সালে শহীদ আফ্রিদি জালমির অধিনায়কত্ব ছেড়ে দিলে ড্যারেন স্যামি অধিনায়কত্বের দায়িত্ব নেন। গত মৌসুমে তার নেতৃত্বেই পিএসএলের ফাইনাল খেলে পেশোয়ার জালমি।
 
আগামী মাসে ড্যারেন স্যামির পাকিস্তানের নাগরিকত্ব পাওয়ার কথা রয়েছে।  

উল্লেখ্য স্যামি কিছু দিন আগে পাকিস্তানের নাগরিকত্ব পাওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছিলেন।
 
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
আরএআর/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।