ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বর বেশে খুলনার উদ্দেশে যাত্রা করলেন সৌম্য সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৭, ফেব্রুয়ারি ২৬, ২০২০
বর বেশে খুলনার উদ্দেশে যাত্রা করলেন সৌম্য সরকার ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সোনালি শেরওয়ানি পরে বর বেশে খুলনার উদ্দেশে যাত্রা করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে চারটি প্রাইভেট কার, আটটি মাইক্রো বাস ও চারটি বাসের বহরে পাঁচশ বরযাত্রী নিয়ে রওনা হন তিনি। যাত্রাকালে সৌম্যকে বহনকারী প্রাইভেট কারে তার সঙ্গে ছিলেন বাবা কিশোরী মোহন সরকার ও তার মেঝ মামা।

 

সন্ধ্যা ৭টার দিকে খুলনা ক্লাব মিলনায়তনে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে সাতপাকে বাধা পড়বেন সৌম্য সরকার।

এর আগে দুপুরে সাতক্ষীরা শহরস্থ মধ্য কাটিয়ার লাল-সবুজ বাড়িতে ঢাক-ঢোল, কাশীর বাদ্য আর উলুধ্বনিতে পরিবার-পরিজনের উপস্থিতিতে গায়ে হলুদ হয়ে যায় সৌম্য সরকারের। এ সময় হলুদ মাখিয়ে সৌম্য সরকারকে জন্য আশির্বাদ করেন বাবা-মা, ভাই-ভাবীসহ পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।