ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাগদান সারলেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, ফেব্রুয়ারি ২৬, ২০২০
বাগদান সারলেন ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রমন/ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের সঙ্গিনী ভিনি রমনের সঙ্গে আংটি বদল করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অজি অলরাউন্ডার নিজেই ভক্তদের এই সুসংবাদ দিয়েছেন।

ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল থেকে এক পোস্টে আংটি বদলের ঘোষণা দেওয়ার পাশাপাশি মেলবোর্নে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত সঙ্গিনী ভিনির সঙ্গে একটি ছবিও দিয়েছেন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা ম্যাক্সওয়েল। ছবিতে ভিনির হাতে বাগদানের আংটি শোভা পাচ্ছে।

ছবিটি এরইমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং সবার অভিনন্দনের জোয়ারে ভাসছেন এই জুটি।

ম্যাক্সওয়েল ও ভিনির সম্পর্ক অনেকদিনের। তবে ২০১৭ সালে প্রথমবারের মতো এই জুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর নিজেদের সম্পর্ক নিয়ে আর লুকোছাপা করতে দেখা যায়নি তাদের। তাছাড়া ২০১৯ সালের অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তাদের দুজনকে একসঙ্গে হাজির হতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।