ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

তামিমকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, ফেব্রুয়ারি ২৪, ২০২০
তামিমকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মুশফিক মুশফিকুর রহিম/ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম। এর আগে দীর্ঘদিন এই রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই কীর্তি গড়েছেন মুশফিক।  

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হিসেবে তামিমের রেকর্ড অনেকদিন স্থায়ী হয়েছিল।

চলতি টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪১ রান করেন এই বাঁহাতি ওপেনার। ফলে তার রান সংখ্যা দাঁড়ায় ৪ হাজার ৪০৫ এ।

এদিকে একই ইনিংসে ব্যাটিং করতে নেমে নিজের সপ্তম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পর ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর পথে তামিমকে ছাড়িয়ে যান মুশফিক। তামিমকে ছাড়ানোর পর নিজের তৃতীয় টেস্ট ডাবল সেঞ্চুরির দেখাও পেয়ে যান এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এরপরই অবশ্য ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ। ফলে মুশফিকের টেস্ট রান সংখ্যা এখন ৪ হাজার ৪১৩।

তামিমকে ছাড়িয়ে যেতে ৭০ ম্যাচ (১৩০ ইনিংস) খেলেছেন মুশফিক। অন্যদিকে তামিম এখন পর্যন্ত খেলেছেন ৬০ ম্যাচ (১১৫ ইনিংস)। সর্বোচ্চ রানের তালিকায় ৩ হাজার ৮৬২ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান (৫৬ ম্যাচ, ১০৫ ইনিংস)। চতুর্থ স্থানে থাকা সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের টেস্ট রান সংখ্যা ৩ হাজার ২৬। ৪০ টেস্টে ২ হাজার ৮৬০ রান নিয়ে পঞ্চম স্থানে আছেন মুমিনুল হক।

এদিকে মুশফিকের ডাবল সেঞ্চুরি স্পর্শ করার পরই ৬ উইকেটে ৫৬০ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রান করেছিল। ফলে বাংলাদেশ লিড ২৯৫ রান।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।