ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সমতায় দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, ফেব্রুয়ারি ২৪, ২০২০
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সমতায় দ.আফ্রিকা দ.আফ্রিকার বিপক্ষে ব্যাট করছেন স্মিথ: ছবি-সংগৃহীত

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতায় ফিরেছে স্বাগতিক দল। পোর্ট এলিজাবেথে ১২ রানের জয় পেয়েছে প্রোটিয়ারা। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে অধিনায়ক কুইন্টন ডি ককের ফিফটির সুবাদে ৪ উইকেটে ১৫৮ রান করে দক্ষিণ আফ্রিকা।  

১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ৬ উইকেটে করে ১৪৬ রান।

ওপেনিংয়ে নেমে ডেভিড ওয়ার্নার ৬৭ রানে অপরাজিত থাকলেও ম্যাচ জেতাতে পারেননি।  

৪৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় ঝড়ো ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডি কক।  

১-১ ব্যবধানে সমতা থাকায় সিরিজ নির্ধারণী ও শেষ ম্যাচ হবে ২৬ ফেব্রুয়ারি, কেপটাউনে।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।