ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইনিংস পরাজয় এড়াতে লড়াই করছেন মুশফিক-মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, নভেম্বর ১৬, ২০১৯
ইনিংস পরাজয় এড়াতে লড়াই করছেন মুশফিক-মিরাজ ভারতের বিপক্ষে শট খেলার পথে মুশফিক: ছবি-সংগৃহীত

ভারতের বিপক্ষে ইনিংস পরাজয় এড়াতে মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ। দু’জনের ৫৬ রানের জুটিতে তৃতীয়দিনের তৃতীয় সেশন বিরতিতে গেছে টাইগাররা। 

শনিবার (১৬ নভেম্বর) তৃতীয় দিন ভারত ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে। এই প্রতিবেদন লেখার আগ পযর্ন্ত ৫৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

স্বাগতিকদের চেয়ে এখনও ১৫২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুশফিক (৫৩) ও মিরাজ (৩৮)।  

ব্যাটিংয়ে নেমে দলীয় ১০ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে উমেশ যাদবের বলে বোল্ড হন ইমরুল কায়েস। ব্যক্তিগত ৬ রানে ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে বিদায় নেন আরেক ওপেনার সাদমান ইসলাম। দলীয় ১৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩৭ রানের মাথায় মোহাম্মদ শামির বলে এলবির ফাঁদে পড়েন দলপতি মুমিনুল হক (৭)।

এরপর শামির বলে আগরওয়ালের হাতে ধরা পড়েন ২৬ বলে ১৮ রান করা মোহাম্মদ মিঠুন। দলীয় ৪৪ রানে বাংলাদেশ চার উইকেট হারায়। দ্বিতীয় সেশনের শুরতে শামির তৃতীয় শিকারে বিদায় নেন ১৫ রান করা মাহমুদউল্লাহ। দলীয় ৭২ রানের মাথায় টপঅর্ডারের পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। এরপর জুটি গড়েন মুশফিক-লিটন। এই জুটিতে আসে আরও ৬৩ রান। অশ্বিনের বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন ৩৯ বলে ৬টি বাউন্ডারিতে ৩৫ রান করা লিটন।

এরপর থেকে মিরাজকে সঙ্গে নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিক। ১১৪ বলে ৬ চারে ৫৩ রান করেছেন মুশি।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথম ইনিংসে মুমিনুল-মুশফিকরা অলআউট হয় মাত্র ১৫০ রানে। সেখানে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল একাই করেছেন ২৪৩ রান। ইন্দোরে ভারতীয় এই ওপেনারের ডাবল সেঞ্চুরি আর চেতশ্বর পূজারা-আজিঙ্কা রাহানে-রবীন্দ্র জাদেজার ফিফটিতে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিন শেষে ১১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত তোলে ৪৯৩ রান। তাতে বাংলাদেশের থেকে এগিয়ে থাকে ৩৪৩ রান।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ