ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিলেন আমলা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, নভেম্বর ৪, ২০১৯
ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিলেন আমলা  হাশিম আমলা: ছবি-সংগৃহীত

আসন্ন মানজি সুপার লিগের জন্য কেপটাউন ব্লিটজের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিচ্ছেন হাশিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে বিরতির পর এবারই প্রথমবারের মতো পরামর্শক হিসেবে ক্যারিয়ার শুরু করছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং কিংবদন্তি।

৩৬ বছর বয়সী আমলা সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে প্রোটিয়াদের জার্সিতে দেখা না গেলেও আইকন খেলোয়াড় হিসেবে আবুধাবি টি-টেন লিগে কর্নাটক টাস্কার্সে যোগ দিয়েছেন তিনি।

দলটির নেতৃত্বও থাকবে আমলার হাতে।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক মানজি সুপার লিগের প্রথম সংস্করণে রানার্স-আপ হয়েছিল কেপটাউন ব্লিটজ। এমএসএলে এবার তারা প্রথম ম্যাচে মুখোমুখি জোজি স্টার্সের বিপক্ষে, ৮ নভেম্বর (শুক্রবার)। তবে কেপটাউন ব্লিটজে আমলাকে দেখা যাবে ২৫ নভেম্বর হতে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।