ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে নিষিদ্ধের প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, নভেম্বর ১, ২০১৯
সাকিবকে নিষিদ্ধের প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীদের মানববন্ধন

শেকৃবি প্রতিনিধি: সবধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে এক বছরের নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে সামনে থেকে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সাকিবের নিষেধাজ্ঞাকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন উপস্থিত সকলে।

তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজ গেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানান বাংলাদেশি এগ্রিবিজনেস সোসাইটির প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল।

মানববন্ধনটি আয়োজন করে বাংলাদেশ এগ্রিবিজনেস সোসাইটি এবং সমন্বয়ের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ ইন এগ্রিবিজনেসের শিক্ষার্থী ও সোসাইটির ক্রীড়া সম্পাদক মোঃ মোহাইমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৬৩৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।