সরকারের পক্ষ থেকে নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদন পাওয়ার পরই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে অনূর্ধ্ব-১৭ দলের। কিন্তু যাওয়ার আগের দিনই কোনো সবুজ সংকেত না পাওয়ায় সিরিজ হবে কিনা তা নিয়ে কোন সিদ্ধান্ত দিতে পারেনি বিসিবি।
রোববার (২০ অক্টোবর) বিসিবি’র গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার বলেন, ‘সোমবার রাতে পাকিস্তান যাওয়ার ফ্লাইট। তবে আমরা নিরাপত্তা পর্যবেক্ষক দলের রিপোর্টের জন্যই অপেক্ষা করছি। আমরা সবাই প্রস্তুত আছি। নিরাপত্তা পর্যবেক্ষক দল যদি হ্যাঁ বলে তবে আমরা যাব। আর না হলে যাওয়া হবে না আমাদের। ’
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আরএআর/এমএমএস


