ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ফিরোজ শাহ কোটলা বদলে হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, আগস্ট ২৭, ২০১৯
ফিরোজ শাহ কোটলা বদলে হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম-ছবি: সংগৃহীত

দিল্লির বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে সদ্য প্রয়াত ভারতের সাবেক অর্থমন্ত্রী ও বিজেপি নেতা অরুণ জেটলির নামে নামকরণ করা হচ্ছে। দিল্লি এবং দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) আজ মঙ্গলবার (২৭ আগস্ট) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। অরুণ জেটলি দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আগামী ১২ সেপ্টম্বর এক জমকালো আয়োজনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে ডিডিসিএ। অনুষ্ঠানটি আয়োজন করা হবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়া মন্ত্রী কিরেন রিজু। ওই দিনই কোটলা স্টেডিয়ামের একটি স্ট্যান্ড ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানাতে গিয়ে ডিডিসিএ’র প্রেসিডেন্ট রজত শর্মা বলেন, ‘অরুণ জেটলির উৎসাহ আর সমর্থনেই বিরাট কোহলি, বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, আশিষ নেহরা, ঋষভ পান্থ এবং এমন আরও অনেকে ভারতকে গর্বের উপলক্ষ এনে দিতে সক্ষম হয়েছেন। ’

ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের আধুনিকীকরণে জেটলির বড় ভূমিকা ছিল। তার আগ্রহেই এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করা, দর্শক ধারণ ক্ষমতা বাড়ানো এবং বিশ্বমানের ড্রেসিং রুমের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

কলকাতার ইডেন গার্ডেনের পর ফিরোজ শাহ কোটলা হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো স্টেডিয়াম। ১৮৮৩ সালে এটি নির্মাণ করা হয়। বর্তমানে এর দর্শক ধারণ ক্ষমতা ৪০ হাজার।  

এ পর্যন্ত এই স্টেডিয়ামে ৩৪টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হয়েছে। এছাড়া এই মাঠ দিল্লি রাজ্য দল ও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।