মাত্র ৬ বলে দরকার ১২ রান, ক্রিজে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও গ্লেন ফিলিপস। দেখে মনে হচ্ছিল ওয়াশিংটন ফ্রিডমই হয়তো ধরে রাখবে শিরোপা।
বাংলাদেশ সময় সোমবার সকালে ডালাসে অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফাইনালে ওয়াশিংটনকে ৫ রানে হারায় নিকোলাস পুরানের দল এমআই নিউইয়র্ক। ১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৭৫ রানেই থেমে যায় গত আসরের চ্যাম্পিয়ন ওয়াশিংটন।
শেষ ওভারে প্রথম তিন বলে মাত্র ২ রান দেন উগারকার। চতুর্থ বলে ছক্কার চেষ্টায় ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন ম্যাক্সওয়েল। নতুন ব্যাটার ওবাস পিয়েনার পঞ্চম বলে রান না পেলে এক দফা উদযাপন শুরু করে নিউইয়র্ক শিবির। শেষ বলে বাউন্ডারি হজম করলেও ম্যাচটা হাতছাড়া হতে দেননি তরুণ এই পেসার। শেষ পর্যন্ত তাকে ঘিরেই শিরোপা উৎসবে মাতে দলটি।
চলতি বছরে এটি এমআই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় টি-টোয়েন্টি শিরোপা। এর আগে দক্ষিণ আফ্রিকার এসএ টুয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয় এমআই কেপটাউন এবং মেয়েদের উইমেন’স প্রিমিয়ার লিগ জেতে মুম্বাই ইন্ডিয়ান্স।
ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে এমআই নিউইয়র্কের হয়ে ওপেনিং জুটিতে ৭২ রান যোগ করেন কুইন্টন ডি কক ও মোনাঙ্ক প্যাটেল। ২২ বলে ২৮ রান করে ফেরেন মোনাঙ্ক। ডি কক ৬ চার ও ৪ ছক্কায় খেলেন ৪৬ বলে ৭৭ রানের ঝকঝকে ইনিংস।
মাঝের সময়টায় রান তোলার গতি কমে যায় পুরান, পোলার্ড ও ব্রেসওয়েলের ব্যর্থতায়। তবে শেষ দিকে কুনওয়ারজিত সিংয়ের ১৩ বলে ২২ রানের ক্যামিওতে দল পৌঁছায় ১৮০ রানে। ওয়াশিংটনের হয়ে ফার্গুসন নেন ৩টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দুই ওপেনার মিচেল ওয়েন ও আন্দ্রেস গাউসকে হারিয়ে চাপে পড়ে ওয়াশিংটন। এরপর রাচিন রবীন্দ্র ও জেইক এডওয়ার্ডসের ৮৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ২২ বলে ৩৩ রান করে ফেরেন এডওয়ার্ডস। মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি করেন রাভিন্দ্রা। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৪১ বলে ৭০ রান।
শেষ দিকে ম্যাক্সওয়েল ও ফিলিপসের ব্যাটে জমে ওঠে লড়াই। শেষ তিন ওভারে দরকার ছিল ৪১ রান। যার মধ্যে ১৮ ও ১৯তম ওভারে ওঠে ২৯ রান। তবে শেষ ওভারে উগারকারের দৃঢ়তায় শিরোপা হাতছাড়া হয় ওয়াশিংটনের।
ফিলিপস ৫ ছক্কায় ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকলেও, ম্যাক্সওয়েলের ইনিংস ছিল হতাশাজনক। ১৬ বলে মাত্র ১৫ রানের ইনিংস খেলেন তিনি।
আরইউ