ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

অতিরিক্ত উদযাপনের খেসারত, শাস্তি পেলেন সিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, জুলাই ১৪, ২০২৫
অতিরিক্ত উদযাপনের খেসারত, শাস্তি পেলেন সিরাজ ছবি: সংগৃহীত

লর্ডস টেস্টে আবেগে ভেসে গিয়ে বড় শাস্তির মুখে পড়লেন মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের বেন ডাকেটকে আউট করার পর অতিরিক্ত আগ্রাসী উদযাপন করায় ভারতীয় এই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

একই সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ঘটে ঘটনাটি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে বেন ডাকেটকে সাজঘরে ফেরান সিরাজ। আউটের পর স্টাম্পের কাছাকাছি গিয়ে উচ্চস্বরে উদযাপন করেন তিনি, যা অনফিল্ড আম্পায়ারদের মতে ছিল ‘উস্কানিমূলক ও অতিমাত্রায় আগ্রাসী। ’

এ জন্য সিরাজকে আইসিসির আচরণবিধির লেভেল ১-এর আওতায় অভিযুক্ত করা হয়। আইসিসির বিবৃতিতে জানানো হয়, সিরাজ নিজের দোষ স্বীকার করে নিয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। ফলে আলাদা করে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

গত দুই বছরের মধ্যে এটি সিরাজের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে প্রথমবার আচরণবিধি ভেঙেছিলেন তিনি। নিয়ম অনুযায়ী, ২৪ মাসে ৪টি ডিমেরিট পয়েন্টে পৌঁছালে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান খেলোয়াড়। সেটা হতে পারে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

আগামী দুই বছরে আরও দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে সিরাজকেও সেই নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।