ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

১৯১৫ সালের পর টেস্টে সেরা বোলিং গড় বোল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, জুলাই ১৪, ২০২৫
১৯১৫ সালের পর টেস্টে সেরা বোলিং গড় বোল্যান্ডের স্কট বোল্যান্ড/সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড বল হাতে গড়েছেন অনন্য এক রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় টেস্টে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ২০০০ বল বা তার বেশি বল করা বোলারদের মধ্যে ১৯১৫ সালের পর থেকে সেরা বোলিং গড়ের মালিক হয়েছেন তিনি।

তার বর্তমান গড় ১৭.৩৩।

এই গড়ের চেয়ে ভালো গড় আছে কেবল ইংল্যান্ডের কিংবদন্তি সিড বার্নস-এর, যিনি খেলেছেন ১৯০০ সালের আগেই। সেই হিসেবে, বোল্যান্ড গত এক শতাব্দীর মধ্যে সেরা বোলিং গড়ের বোলার।

ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৪৩ রানে থামিয়ে দেয় অস্ট্রেলিয়ার পেস আক্রমণ। ৮২ রানের লিডের ভিত্তি গড়ার পেছনে বড় ভূমিকা রাখেন বোল্যান্ড। তিনি তুলে নেন তিনটি মূল্যবান উইকেট: জন ক্যাম্পবেল (৩৬), শাই হোপ (২৩) ও শামার জোসেফ।

এই পারফরম্যান্সের ফলে বোল্যান্ডের টেস্ট ক্যারিয়ারের মোট উইকেট এখন ৫৯টি এবং গড় নেমে এসেছে ১৭.৩৩-এ।

প্রথম ইনিংসে ২২৫ রান করে অস্ট্রেলিয়া, এরপর বোল্যান্ড-ঝড়ে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে ১৪৩ রানে। তবে দ্বিতীয় ইনিংসে বিপদে পড়ে গেছে অজিরা। দিন শেষেই স্কোর ৯৯/৬, যদিও ক্যামেরন গ্রিন ৪২ রানে অপরাজিত এবং প্যাট কামিন্স রয়েছেন ৫ রানে।

বর্তমানে অজিদের লিড ১৮১ রান, যা তৃতীয় দিন আরও বড় হয়ে ম্যাচের রূপরেখা নির্ধারণ করতে পারে।

 ১৯১৫ সালের পর থেকে সেরা বোলিং গড়ে বোল্যান্ডের পরবর্তীতে অবস্থান যাদের

বার্ট আয়রনমঙ্গার (অস্ট্রেলিয়া, ১৯২৮–৩৩): ৭৪ উইকেট, গড় ১৭.৯৭
ফ্র্যাংক টাইসন (ইংল্যান্ড, ১৯৫৪–৫৯): ৭৬ উইকেট, গড় ১৮.৫৬
অক্ষর প্যাটেল (ভারত, ২০২১–বর্তমান): ৫৫ উইকেট, গড় ১৯.৩৪
জসপ্রিত বুমরাহ (ভারত, ২০১৮–বর্তমান): ২১৭ উইকেট, গড় ১৯.৪৮

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।