ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতাই মুখ্য: সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
ডেঙ্গু মোকাবিলায় সচেতনতাই মুখ্য: সাব্বির সাব্বির রহমান/ফাইল ফটো

এবারের বর্ষায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের ভাইরাস ছড়িয়ে পড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এতে ডেঙ্গু মোকাবিলা কঠিন হয়ে যাচ্ছে। এরইমধ্যে বেশ কয়েকজন মারাও গেছেন। হাসপাতাল-ক্লিনিকগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমতাবস্থায় সবার সচেতনতা অনেক বেশি জরুরি। বাংলাদেশ ক্রিকেট দলের ‘স্টাইলিশ ব্যাটসম্যান’ সাব্বির রহমানও সচেতনতা বৃদ্ধিকেই মুখ্য মানছেন।

শুক্রবার (০২ জুলাই) নিজের ফেসবুক পেইজ থেকে করা এক পোস্টে সাব্বির লিখেছেন, ‘ঢাকার পাশাপাশি বাইরের জেলাগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগীরা।

তবে অনেকে হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। ’ 

সাব্বির আরও লিখেছেন, ‘সবাইকে অনুরোধ জানাচ্ছি, ডেঙ্গুতে আক্রান্ত হলে বা লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সকলের সচেতনতাই মুখ্য। মহান সৃষ্টিকর্তা সবাইকে হেফাজতে রাখুন। ’

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন সাকিব। সেখানে ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সমাজের প্রতিষ্ঠিত ও সচেতন মানুষদেরই এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।