ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার ওয়ানডে স্ট্যাটাস পেলো আরও দুই দেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এবার ওয়ানডে স্ট্যাটাস পেলো আরও দুই দেশ ছবি: সংগৃহীত

মাত্র দু’দিন আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যুক্তরাষ্ট্র ও ওমানকে ওয়ানডে খেলার আনুষ্ঠানিক অনুমতি দেয়। এবার সেই তালিকায় যোগ হলো আরও দুই দেশ। আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে শনিবার (২৭ এপ্রিল) জানিয়ে দেওয়া হয়, পাপুয়া নিউগিনি ও নামিবিয়াও এখন থেকে আন্তর্জাতিকভাবে ওয়ানডে খেলতে পারবে।

ওয়ানডে স্ট্যাটাস পাওয়ায় এখন থেকে টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে খেলতে পারবে দেশগুলো। তবে ২০২১ সাল পর্যন্ত তাদের এই স্ট্যাটাস দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে আইসিসির দেওয়া লক্ষ্য অনুযায়ী নিজেদের উন্নতি করতে না পারলে আবার তাদের স্ট্যাটাস কেড়ে নেওয়া হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ নামিবিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগে হংকংয়ের বিপক্ষে দাপুটে এক জয় পায় স্বাগতিকরা। এর পরই আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তাদের এই আনন্দের সংবাদ।

আফিস পার্কে স্টিফেন বার্ড আর জেপি কোটজের জোড়া সেঞ্চুরিতে ভর করে নিজেদের ইতিহাসের রেকর্ড সংগ্রহ (৩ উইকেটে ৩৯৬) গড়ে নামিবিয়া। বড় লক্ষ্যের জবাবে হংকং মাত্র ২৪৫ রানেই থেমে যায়। ১৫১ রানের বড় জয়ে নিশ্চিত হয়েছে নামিবিয়ার ওয়ানডে স্ট্যাটাস। এর আগে সবশেষ ২০০৩ সালের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলো নামিবিয়া।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।