নববর্ষ উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ভেরিফাইড পেজ থেকে এক পোস্টে শুভেচ্ছা জানান সাকিব। পোস্টে লেখেন, ‘নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের আগমনী গান।
মুশফিকুর রহিমও তার ভ্যারিফাইড পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। ’
মাত্রই কিছুদিন আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এক ভয়াবহ অভিজ্ঞতায় পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। সৌভাগ্যক্রমে তারা বেঁচে গেলেও মসজিদে সন্ত্রাসি হামলায় প্রান হারান অনেকেই। তাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই এবার বর্ষবরন করছেন না তামিম।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এমকেএম


