ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফর চূড়ান্ত করলো পাকিস্তান অনূর্ধ্ব-১৬

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, এপ্রিল ১, ২০১৯
বাংলাদেশ সফর চূড়ান্ত করলো পাকিস্তান অনূর্ধ্ব-১৬ পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। ছবি: সংগৃহীত

দু’টি তিন দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। চলতি মাসের শেষ দিকে শুরু হবে এই সিরিজ। সিরিজের প্রথম তিন দিনের ম্যাচটি ফতুল্লায় অনুষ্ঠিত হবে। বাকি সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

শনিবার (৩০ মার্চ) পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি)পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়। তিন সপ্তাহের সফরে ২৫ এপ্রিল ঢাকার উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল।

বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতা শেষেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। জানা গেছে, এই প্রতিযোগিতা ছাড়াও দল গঠনের ক্ষেত্রে সর্বশেষ অনূর্ধ্ব-১৫ জাতীয় দলকেও গুরুত্বের সঙ্গে দেখা হবে।

সূচি অনুযায়ী, ২৯ এপ্রিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিন দিনের প্রথম ম্যাচটি হবে। এরপর ৫ মে থেকে শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় তিন দিনের ম্যাচ।

একই ভেন্যুতে ১০ মে প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ মে দ্বিতীয় ও ১৫ মে তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।