মিরপুরের একাডেমি মাঠে শনিবার (২৩ মার্চ) রানিং করেন তাসকিন। মুখে ফুটেছে হাসি।
এবারে বিপিএলে সবচেয়ে ধারাবাহিক ভাবে ভাল করা বোলার ছিলেন তাসকিন। ২২ উইকেট নিয়েছিলেন তিনি। বিশ্বকাপের দলে সুযোগের জন্য নির্বাচকদের নজর কেড়েছেনে তিনি। বিশ্বকাপ নিয়ে তাসকিন জানান, ‘বিশ্বকাপ খেলা আমার স্বপ্ন। জানি না কাল সকালে ঘুম থেকে উঠে কী হবে। এত বেশি চিন্তা করছি না। এখন একটাই ভাবনা, শতভাগ ফিট হয়ে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া। ২০১৫ বিশ্বকাপ খেলেছি, বিশ্বকাপে খেলারর শান্তিটাই অন্যরকম। বিশ্বকাপের স্মৃতিগুলো মনে পড়লে খুবই ভালো লাগে। দোয়া চাই, যেন শতভাগ ফিট থেকে বিশ্বকাপে খেলতে ও ভালো করতে পারি। বিশ্বকাপে বাংলাদেশ ভালো করলে সেটার অনুভূতি অন্যরকম হবে। ’
ফিটনেস ফিরে পেতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে চান তাসকনি। তবে সবকিছু ছাপিয়ে তাসকিনের ভাবনায় এখন শুধুই বিশ্বকাপ। ২০১৫ বিশ্বকাপে ৯ উইকেট নিয়েছিলেন তাসকিন। এবার চান আরও ভাল কিছু করতে।
বাংলাদশে সময়: ২০৩০ ঘন্টা, মার্চ ২৩, ২০১৯
আরএআর/এমএমএস


