ক্রাইচস্টচার্চে সিরিজে তৃতীয় টেস্টে ব্লান্ডেল যদি সুযোগ পান, তবে এটি হবে তার ক্যারিয়ারে সাদা পোশাকের তৃতীয় ম্যাচ। ২০১৭-১৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছিল ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের।
সেবার অবশ্য অভিষেকেই বাজিমাত করেছিলেন ব্লান্ডেল। প্রথম কিউই উইকেটরক্ষক হিসেবে প্রথম টেস্টে সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন তিনি।
এদিকে তৃতীয় টেস্টে দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়েও রয়েছে শঙ্কা। কেননা দ্বিতীয় টেস্টে তিনি কাঁধে চোট পেয়েছিলেন।
প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
আগামী ১৬ মার্চ হেগলি ওভালে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৯
এমএমএস


