ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

দল হিসেবে খেলতে পেরেছি: সোহান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
দল হিসেবে খেলতে পেরেছি: সোহান প্রথমবার শিরোপা ঘরে তুললো শেখ জামাল। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি টুর্নামেন্ট দুর্দান্ত খেলেই শিরোপা ঘরে তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফুটবলে অনেক শিরোপাই জিতেছে শেখ জামাল। তবে ক্রিকেট অঙ্গনে জাতীয় পর্যায়ে এটাই শেখ জামালের প্রথম শিরোপা।

সোমবার (০৪ মার্চ)  ফাইনালে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ২৪ রানে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে ধানমন্ডির জায়ান্টরা।

ম্যাচ শেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, দলগত পারফর্মেন্সের কারণেই সাফল্য পেয়েছে তারা।

সোহান বলেন, ‘দল হিসেবে খেলতে পেরেছি তাই শিরোপা জিতেছি। দলের প্রয়োজনে যখন যেখানে যেমন খেলা উচিত, ঠিক সেভাবেই খেলেছে সবাই। আর শেখ জামালের এটাই প্রথম শিরোপা। তাই চ্যাম্পিয়ন হতে পেরে ভাল লাগছে।

আগামী শুক্রবার (০৮ মার্চ) থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ৫০ ওভার ফরম্যাটের ম্যাচগুলো মিরপুর, বিকেএসপি ও নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
আরএআর/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।