ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

৩ উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা, হাসছে তামিমের ব্যাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, মার্চ ২, ২০১৯
৩ উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা, হাসছে তামিমের ব্যাট তামিম ইকবাল

কিউইদের বিশাল সংগ্রহের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। বিনা উইকেট ৮৮ রান তোলার পর ১১০ রান পর্যন্ত যেতেই শাদমান ইসলাম, মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুনের উইকেট খুইয়ে ফেলেছে টাইগাররা।

ওপেনার শাদমান দলীয় ৮৮ রানে ৫ বাউন্ডারিতে ৩৭ রান করে ওয়েগনারের বলে ট্রেন্ট বোল্টের শিকার হয়ে ফেরেন। এরপর দ্রুত বিদায় দেন বাকি দুজন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১১০/৩। ৬৪ রান নিয়ে ব্যাট করছেন তামিম ইকবাল।

কিউইদের ৭১৫ রানের পাহাড় টপকে লিড নেওয়া হয়তো টাইগারদের জন্য আকাশকুসুম কল্পনা। কিন্তু এর মাঝেও কিছুটা স্বস্তি টাইগার ওপেনার তামিম ইকবালের ব্যাটিং। আগের ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও হাসছে তার ব্যাট।

আগ্রাসী ব্যাটিং করে দুর্দান্ত ফিফটি তুলে নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম। ৬৪ বলে ফিফটি করা তামিম এখন পর্যন্ত হাঁকিয়েছেন ১০ বাউন্ডারি ও ১ ছক্কা।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।