ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ডিজিল্যাবে নেওয়া হয়েছে লিটনকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, ডিসেম্বর ১১, ২০১৮
ডিজিল্যাবে নেওয়া হয়েছে লিটনকে ডিজিল্যাবে নেওয়া হয়েছে লিটনকে-ছবি:-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চোট পাওয়া টাইগার ওপেনার লিটন দাসের গোড়ালির এক্সরের জন্য মিরপুরস্থ ডিজিল্যাবে নেয়া হয়েছে। ব্যথা পেয়ে মাঠ ছাড়ার পর বিসিবি চিকি‍ৎসক ডা. দেবাশীষ চৌধুরীর কাছে নেওয়া হলে তিনি তাকে ডিজিল্যাবের পাঠানোর পরামর্শ দেন।

এর আগে মঙ্গলবার (১১ ডিসেম্বর) বাংলাদেশের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে ওশানে থমাসের বল লিটন দাসের ডান পায়ে আঘাত হানলে গুরুতর চোট পান। দ্বিতীয় দ্বিতীয় ওভারে থমাসের তার তৃতীয় বলটি ব্যাকওয়ার্ড স্কয়ার অঞ্চলে ফ্লিক করতে গিয়ে লাইন মিস হলে দ্রুতি গতির বলটি তার পেছনের পায়ের গোড়ালিতে আঘাত হানে।

আঘাত গুরুতর হওয়ায় আর উঠে দাঁড়াতে না পারলে স্ট্রেচারের করে ফিজিওর কাছে নিয়ে যাওয়া হয়।

মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে ক্যারিবীয়ানদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে সফরকারীদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।