মিরপুরের উইকেট ছিল স্পিনারদের জন্য স্বর্গতুল্য- এমনটাই স্বীকার করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শাই হোপ জানান, তাদের ব্যাটাররা স্পিন সহায়ক উইকেটে মানিয়ে নিতে পারেনি যথাযথভাবে।
শাই হোপ বলেন, এটা ছিল স্পিনারবান্ধব একটি উইকেট। রিশাদ দারুণ লাইন ও লেন্থে বল করেছে, ফলে আমাদের ব্যাটারদের জন্য ওকে খেলা কঠিন হয়ে পড়েছিল। উইকেটে ব্যাটিং সহজ ছিল না। আমাদের ওপেনাররা ভালো শুরু দিলেও মাঝের ওভারে আমরা ছন্দ হারিয়ে ফেলি।
তিনি আরও যোগ করেন, আমরা যতটা ভালোভাবে মানিয়ে নিতে চেয়েছিলাম, তা পারিনি। তবুও দুই ওপেনারের শুরুটা অসাধারণ ছিল। এখান থেকে শেখার অনেক কিছু আছে। এটা ছিল চ্যালেঞ্জিং সার্ফেস, ব্যাটার হিসেবে এমন উইকেটে রান করা সহজ নয়।
বাংলাদেশি স্পিনারদের প্রশংসা করে ক্যারিবিয়ান অধিনায়ক বলেন, বাংলাদেশের স্পিনাররা লাইন ও লেন্থে ছিল ভীষণ ধারাবাহিক। তারা কন্ডিশনটা দারুণভাবে কাজে লাগিয়েছে। তাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। রিশাদ অসাধারণ বল করেছে, সে আমাদের ব্যাটারদের চাপে রেখেছিল পুরো সময়।
পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে শাই হোপ বলেন, আমরা চেষ্টা করব দ্বিতীয় ওয়ানডেতে আরও ভালোভাবে খেলতে এবং সিরিজে ফিরতে। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আরও নিখুঁত ক্রিকেট খেলব।
ঢাকায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন একাই ছয় উইকেট শিকার করে দলকে জয় এনে দেন। ক্যারিবিয়ান ব্যাটারদের কাছে তিনিই ছিলেন মূল বিভীষিকা।
এফবি/এএটি