ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ব্যর্থতার দেয়াল ভাঙার মিশনে আজ টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, অক্টোবর ১৮, ২০২৫
ব্যর্থতার দেয়াল ভাঙার মিশনে আজ টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ব্যর্থতার বৃত্তে আটকে আছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে মেহেদী হাসান মিরাজদের।

তবে আজ সেই হতাশা কাটানোর নতুন সুযোগ পাচ্ছে টাইগাররা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টায় মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

আফগানিস্তানের বিপক্ষে শেষ সিরিজে বাংলাদেশের ব্যাটিং ছিল ভীষণ হতাশাজনক। তিন ম্যাচের কোনোটিতেই দলটি পুরো ৫০ ওভার খেলতে পারেনি। বরং শেষ দুই ম্যাচেই ইনিংস গুটিয়ে গেছে ৩০ ওভারের আগেই। পরিসংখ্যান আরও কঠিন চিত্র দেখাচ্ছে। গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক ব্যর্থতায় টানা চারটি ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। ওই সময়ে ১৪ ম্যাচে জয় এসেছে মাত্র দুটি।

তবে কিছুটা স্বস্তির জায়গা আছে। সাম্প্রতিক সব পরাজয় এসেছে বিদেশের মাটিতে। ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। সেই আত্মবিশ্বাসই এখন বড় ভরসা।

অতীতের রেকর্ডও কিছুটা আশার জোগান দেয়। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ বাংলাদেশ সফরে মিরাজ-তামিমরা ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। সামগ্রিকভাবে দুই দলের ৪৭ ওয়ানডে লড়াইয়ে ২৪ বার জয়ী হয়েছে ক্যারিবীয়রা, ২১ ম্যাচে জয় বাংলাদেশের, বাকি দুটি পরিত্যক্ত।

অতীত ইতিহাসে পার্থক্য সামান্য হলেও বর্তমান বাস্তবতা কঠিন। আজকের ম্যাচ তাই শুধু একটি ওয়ানডে নয়- এটি টাইগারদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার, ব্যর্থতার বৃত্ত ভাঙার এক বড় সুযোগ।

এফবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।