ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

অঙ্কনের অভিষেক, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, অক্টোবর ১৮, ২০২৫
অঙ্কনের অভিষেক, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সংগৃহীত ছবি

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামছে টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভরাডুবির পর বাংলাদেশ স্কোয়াডে কিছু পরিবর্তন এনেছে। সেই ধারায় একাদশেও এসেছে পরিবর্তন। ১৫৪তম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। টসের আগে তার হাতে ওয়ানডে ক্যাপ তুলে দেন সাইফ হাসান। ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার।

টস হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। এটা আমাদের হোম গ্রাউন্ড, আর আমরা এই উইকেটে আত্মবিশ্বাসী। (টপ অর্ডারের দায়িত্ব) আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু এটা নতুন ম্যাচ। আমি আশা করি, সবাই নিজের ভূমিকা বুঝে ইতিবাচকভাবে নেবে। কখনও খারাপ পারফরম্যান্স হতে পারে, কিন্তু আমরা সবাই একমত—এটা নতুন দিন, সবাই যেন আরও ভালো করে। (প্লেয়িং একাদশ) আমাদের দলে দুইজন পেসার, তিনজন স্পিনার এবং সাতজন ব্যাটার আছে। ’

অন্যদিকে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে আসা ওয়েস্ট ইন্ডিজ বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে।

বাংলাদেশ (একাদশ): সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ (একাদশ): ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানাজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শারফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি, খারি পিয়েরে, জেডেন সিলস।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।