ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাকিবের পর তাইজুলের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, নভেম্বর ২৪, ২০১৮
সাকিবের পর তাইজুলের জোড়া আঘাত উইকেট পাওয়ার পর তাইজুলকে ঘিরে টাইগারদের উল্লাস

লিড ২০৩ তো কি হয়েছে, জবাবটা বল হাতে দিতে প্রস্তুত টাইগাররা। সাকিবের জোড়া আঘাতের পর ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত হানলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার আর্ম বলে পরাস্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন ক্যারিবীয় ব্যাটসম্যান কার্লোস ব্র্যাথওয়েট। এর তিন বল পরেই ফের লেগ বিফোরের ফাঁদে পড়েন আরেক উইন্ডিজ ব্যাটসম্যান চেজ।

এর আগে ক্যারিবীয় ওপেনার কাইরন পাওয়েলকে মুশফিকের ম্যাচে পরিণত করে ইনিংসে প্রথম উইকেটর দেখা পাওয়ার পর নিজের পরের ওভারেই ফের উইকেটের দেখা পান সাকিব আল হাসান। এবার তার শিকার শাই হোপ।

ক্যাচও নিয়েছেন মুশফিক। ১১ রানেই চার উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।