পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার এই ঘোষণা দেওয়া হয়।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ৫০ ওভারের ফরম্যাটে এই পেসারকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল পিসিবি। আগামী ৪ থেকে ৮ নভেম্বর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের।
পিসিবির এক বিবৃতিতে জানানো হয়, সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত এক সভায় শাহিনের নিয়োগ চূড়ান্ত করা হয়। এই সভায় সাদা বলের প্রধান কোচ মাইক হেসন, হাই-পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ এবং নির্বাচক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
২৫ বছর বয়সী এই ফাস্ট বোলার পাকিস্তানের হয়ে এ পর্যন্ত ৬৬টি ওয়ানডে ও ৯২টি টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে তিনি সম্মিলিতভাবে ২৪৯টি উইকেট শিকার করেছেন। এছাড়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে চলমান দ্বিতীয় টেস্ট বাদে ৩২টি টেস্টে শাহিনের ঝুলিতে রয়েছে ১২০টি উইকেট।
এর আগে শাহিন ২০২৪ সালে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সেই সিরিজে ৪-১ ব্যবধানে শোচনীয় পরাজয়ের পর, তার স্থলাভিষিক্ত হন তারকা ব্যাটার বাবর আজম, যিনি গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দেন।
বিদায়ী অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ২০টি ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৯টিতে জয় এবং ১১টিতে পরাজয়বরণ করে দল। তার অধীনে পাকিস্তানের জয়ের হার ছিল ৪৫ শতাংশ।
৩৩ বছর বয়সী রিজওয়ানকে গত বছরের ২৭ অক্টোবর অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে, টি-টোয়েন্টি ফরম্যাটে তার অধিনায়কত্ব ছিল হতাশাজনক। তার নেতৃত্বে পাকিস্তান চারটি টি-টোয়েন্টি ম্যাচের সবকটিতেই পরাজিত হয়।
সেই ব্যর্থতার পর, রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য অলরাউন্ডার সালমান আলী আঘাকে সংক্ষিপ্ততম ফরম্যাটে দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে।
এমএইচএম