ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

এবারও ফাইনালে চোখ রংপুর কোচ মুডির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৪, অক্টোবর ২৮, ২০১৮
এবারও ফাইনালে চোখ রংপুর কোচ মুডির অধিনায়ক মাশরাফির সঙ্গে আলোচনা করছেন কোচ টম মুডি। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা: পঞ্চম আসর দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করে চমকে দেয় মাশরাফির রংপুর রাইডার্স। ক্রিস গেইলের ৬৯ বলে ১৪৬ রানের দানবীয় ব্যাটিংয়ে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে দিয়ে উঁচিয়ে ধরে শিরোপা। গেল আসরের সেই ধারাবাহিকতায় এবারও টুর্নামেন্টের ফাইনালের দিকে পাখির চোখ রেখেছেন রংপুর কোচ টম মুডি। 

রোববার (২৮ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিপিএল প্লেয়ারর্স ড্রাফট শেষে তিনি তেমন প্রত্যয় ব্যক্ত করেন।

টম মুডি বলেন, ‘গতবার আমরা সফল ছিলাম, সেটা দারুন অভিজ্ঞতা ছিল।

আজকের দিনটা ছিল আরেকটি টুর্নামেন্টের জন্য পরিকল্পনা করা ও প্রস্তুতি নেয়ার দিন। আমরা বিশ্বাস করি আমরা আজকের ড্রাফটে সফল হয়েছি। আশা রাখি আমরা এমন একটা দল তৈরি করতে পেরেছি, যেটা আসন্ন বিপিএলে ফাইনাল খেলতে পারবে। ’ 

দুই লঙ্কান পারফর্মার লাসিথ মালিঙ্কা ও থিসারা পেরেরা গেল আসরে দলটির হয়ে খেললেও এবারের আসরে তাদের আর দেখা যাবে না। এমতাবস্থায় টিম কম্বিনেশন কেমন হবে? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে মুডি বলেন, ‘অনেক কিছু নির্ভর করেছে আমাদের স্থানীয় প্লেয়ারদের তালিকার ওপর। আমরা প্রথমে কোন কোন স্থানীয় প্লেয়ার নিতে পেরেছি সেটার ওপর নির্ভর করেছে অনেক কিছু। হ্যাঁ, মালিঙ্গা-পেরেরা খুবই ভাল ক্রিকেটার, আমরা তাদের দলে ভেড়াতে পারলে ভাল হত। কিন্তু আমাদের দলের ভারসাম্যর দিকে তাকাতে হবে। ’

‘ওরা দুইজনের একজন ফাস্ট বোলার ও আরেকজন অলরাউন্ডার। আমরা অনুভব করেছি, বিদেশি প্লেয়ারদের তালিকায় আমাদের দলের ভারসাম্য বিবেচনায় অন্য পছন্দ থাকতে পারে। আর অন্য কারণ ছিল, এই দুইজন প্লেয়ারকে আমাদের সুযোগ আসার আগেই অন্য দল নিয়ে নিয়েছে। ’ 

এবারের বিপিএলের রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল,নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেইলস, শফিউল ইসলাম,সোহাগ গাজী,ফরহাদ রেজা,মেহেদি মারুফ, রবি বোপারা,রাইলি রুশো,নাহিদুল ইসলাম,নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনি,বেনি হাওয়েল,ওশানে থমাস।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এইচএল/এমকেএম    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।