ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দুর্দান্ত শতক করে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৫, অক্টোবর ২৭, ২০১৮
দুর্দান্ত শতক করে ফিরলেন সৌম্য সৌম্য সরকার

ইনিংসের ৩০তম ওভারে জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার বলে আউট হয়ে বিদায় নিলেন ম্যাচের সেঞ্চুরিয়ান সৌম্য সরকার। মাসাকাদজার বলে লং অনে তুলে মারতে গিয়ে টাইমিং মিস হওয়ায় বল জমা হয় সেখানে দাঁড়ানো ত্রিপিয়ানোর হাতে। মাত্র ৮১ বলে সেঞ্চুরি তুলে নেওয়া সৌম্য শেষ পর্যন্ত ৯২ বলে ৯ চার ও ৬ ছক্কায় ১১৭ রান করে আউট হন। ২২০ রানে এসে দলের দ্বিতীয় উইকেট হিসেবে তার বিদায় হলেও দলকে জয়ের রাস্তায় নিতে তার ভূমিকা অনেক।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।