ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং ঝলকে তামিমকে ছাড়িয়ে গেলেন ইমরুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৯, অক্টোবর ২৭, ২০১৮
ব্যাটিং ঝলকে তামিমকে ছাড়িয়ে গেলেন ইমরুল তামিমের রেকর্ড ছাড়িয়ে গেছেন ইমরুল

ঢাকা: অবশেষে জিম্বাবুযে সিরিজ দিয়েই দারুণ সেই সুযোগটি লুফে নিলেন টাইগার অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস। তিন ওয়ানডে ম্যাচের এক সিরিজে ৩১২ রানের দাপুটে রেকর্ডটি এতদিন নিজের করে রেখেছিলেন আরেক ওপেনার তামিম ইকবাল। হ্যামিলটন মাসাকাদজাদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে সেই রেকর্ডটি ভেঙে দিলেন ইমরুল। ছাড়িয়ে গেলেন তামিমকে এবং নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়।

৩১২ রান ছুঁতে এদির তার প্রয়োজন ছিলো ৭৯ রান। যা ইনিংসের ২৫তম ওভারে তুলে নেন লাল-সবুজের এই ব্যাটসম্যান।

সিরিজের আগের দুই ওয়ানডেতে তার সংগ্রহ যথাক্রমে ১৪৪ ও ৯০।  

এর আগে শুক্রবার (২৬ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানে লিটন দাস জারভিসের বলে ০ রানে ফিরলেও দমে যায়নি ইমরুলের ব্যাট। বরং ক্যারিয়ারের ১৭তম ফিফটি তুলেছেন ঝড়ো ব্যাটে। বল খেলেছেন ৪১টি,  কোন ৬’র এর মার না থাকলেও ছিল ৮টি চারের মার।
 
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট খরচায় সফরকারীরা ২৮৬ রান সংগ্রহ করে।
 
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।