ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

২২ গজের ধোনি এবার রাজনীতির মাঠে! 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, অক্টোবর ২৫, ২০১৮
২২ গজের ধোনি এবার রাজনীতির মাঠে!  রাজনীতিতে ধোনি। ছবি: সংগৃহীত

২৮ বছর পর তার হাত ধরেই ভারতে আসে বিশ্বকাপ শিরোপা। ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে সফল অধিনায়কও বলা হয় তাকে। টেস্ট ক্যাপটা তুলে রেখেছেন ২০১৪ সালেই। অধিনায়কত্বটাও তুলে দিয়েছেন বিরাট কোহলির হাতে। কিন্তু ক্রিকেট মাঠে তার প্রভাব রয়ে গেছে ঠিক সেই আগের মতো। সেই মহেন্দ্র সিং ধোনি এবার হয়তো যোগ দিতে পারেন রাজনীতিতে।

নিজে অবশ্য তেমন কিছুই জানাননি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি তেমন কিছুই।

সংবাদ মাধ্যমের দাবি, ২০১৯ সালের ভারতীয় লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে ঝাড়খন্ড থেকে প্রার্থী হবেন  ‘মিস্টার কুল’ খ্যাত এই তারকা ক্রিকেটার।

এ ব্যাপরে বিজিপির এক শীর্ষ নেতা সংবাদ মাধ্যমকে বলেন, ‘ধোনি দেশের নেতৃত্ব দিয়েছেন। আমাদের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। একজন ক্রীড়াব্যক্তিত্ব বলে মানুষের কাছে তার অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি বিজেপিতে যোগ দিলে দল আরও সমৃদ্ধ হবে। ’

এর আগে আরও এক ক্রিকেটারের বিজেপিতে যোগদানের গুঞ্জন ওঠে। গৌতম গম্ভীরকে আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিতে মীনাক্ষি লেখির পরিবর্তে টিকিট দিতে চাইছে নরেন্দ্র মোদির দল।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।