কথাগুলো বলছিলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও টাইগারদের প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সে তো অনেক দূরের কথা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে বিসিবি একাডেমির সামনে ট্রফি উন্মোচনের দায়িত্ব বর্তেছিলো তার ওপরেই। সকাল ১১টা ২০ মিনিটে ইউনিসেফ বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ট্রফি তুলে ধরে আগামীতে তা নিজেদের করে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই টাইগার প্রধান নির্বাচক।
নান্নুর পরে দুপুর সোয়া ১২টা’র সময় স্বপ্নের বিশ্বকাপ ট্রফির সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন জাতীয় দলের ক্রিকেটাররাও। মুশফিক, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিনরা এসে ট্রফি হাতে নিয়ে তা উঁচিয়েও ধরেন। ঠিক যেভাবে বিশ্বকাপ জয়ের পর শিরোপা হাতে উদযাপন করা হয়, সেভাবেই।
তাহলে কী আমরা ধরে নেব ২০১৯ বিশ্বকাপের উদযাপনের রিহার্সেলটা আগেভাগেই সেরে রাখলেন টাইগাররা?
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস


