ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চতুর্থ দিন শেষে চালকের আসনে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৩, অক্টোবর ১০, ২০১৮
চতুর্থ দিন শেষে চালকের আসনে পাকিস্তান দুবাই টেস্টে চালকের আসনে পাকিস্তান-ছবি: সংগৃহীত

দুবাই টেস্টের চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে পাকিস্তান। যেখানে ৪৬২ রানের টার্গেটে নিজেদের তৃতীয় ইনিংস শেষে অজিরা ১৩৬ রানে ৩ উইকেট হারিয়েছে। জয়ের জন্য এখনও তাদের করতে হবে ৩২৬ রান। আর পাকিস্তানের চাই ৭ উইকেট।

অবিশ্বাস্য টার্গেটে খেলতে নেমে ‍শুরুটা প্রথম ইনিংসের মতো ভালোই করেছিল সফরকারী অস্ট্রেলিয়া। ৮৭ রানের জুটি গড়েন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও উসমান খাজা।

তবে অভিষেক টেস্টে পর পর দুই ইনিংসে হাফসেঞ্চুরি করা হলো না ফিঞ্চের। ৪৯ রানে মোহাম্মদ আব্বাসের বলে এলবি হন।

পরে জ্বলে ওঠা পাকিস্তান পেসার আব্বাস দুই ভাই শন মার্শ ও মিচেল মার্শকে শূন্য রানে ফিরিয়ে স্বাগতিকদের এগিয়ে রাখেন। সেই ৮৭ রানেই ৩ উইকেটের পতন হয় অজি শিবিরে। দিনের বাকি সময়টা অবশ্য খাজা ও ট্রাভিস হেড আর কোনো বিপদ হতে দেননি। হাফসেঞ্চুরি (৫০) তুলে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটসম্যান খাজা। আর ৩৪ রানে হার না মেনে মাঠ ছাড়েন হেড।

এর আগে দিনের শুরুতে ৪৫ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নামে। পরে ৬ উইকেট হারিয়ে ১৮১ করলে ইনিংস ঘোষণা করে তারা।

পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ৪৮২ রান করলে জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২০২ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।