ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ফলোঅনে পড়ে ফের ব্যাটিংয়ে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, অক্টোবর ৬, ২০১৮
ফলোঅনে পড়ে ফের ব্যাটিংয়ে ক্যারিবীয়রা ক্যারিবীয়দের ব্যাটিংয়ে ধস নামান অশ্বিন-ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বোলিংয়ের পর ব্যাটিংয়েও নাস্তানাবুদ হলো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৮১ রানে সবকটি উইকেট হারায়। যেখানে ভারত নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৬৪৯ করে ইনিংস ঘোষণা করেছিল।

৪৬৮ রানে পিছিয়ে থাকায় ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে ২২ রান করেছে দলটি।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র হাফসেঞ্চুরির দেখা পান রোস্ট চেজ (৫৩)। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুটি উইকেট পান পেসার মোহাম্মদ শামি। এছাড়া একটি করে উইকেট দখল করেন উমেশ যাদব, রবিন্দ্র জাদেজা ও কুলদ্বিপ যাদব।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।