স্টেইনের এমন অলরাউন্ড নৈপুণ্যের দিনে ঘূর্ণি যাদু চালালেন প্রোটিয়া লেগি ইমরান তাহিরও। হ্যাটট্রিকসহ ৬ উইকেট শিকার করে ৭৮ রানেই গুটিয়ে দিলেন সফরকারী জিম্বাবুয়ে।
দিনশেষে ১২০ রানের জয় ধরা দিলো স্বাগতিক দ. আফ্রিকা দলে। এ জয়ে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে ২-০ তে লিড নিলো জেপে দুমিনি ও তার দল।
বুধবার (৩ অক্টোবর) ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভারে টস জিতে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। রোডেশিয়ানদের আগুনের হল্কা ঝড়ানো বোলিংয়ের সামনে ১০১ রান তুলতেই হারাতে হয়েছে ৭ উইকেট। সেখান থেকে আন্দিলে ফেলুকওয়ায়োর সঙ্গে ৭৫ রানের জুটিতে দলকে টেনে তোলেন স্টেইন। লুকওয়ায়ো ফিরে যান ২৮ রান করে।
এদিকে অতন্দ্র প্রহরীর মতো ব্যাট চালিয়ে স্টেইন ওয়ানডে ক্যারিয়ার সেরা ৩৫ টপকে পেয়ে যান ক্যারিয়ারের প্রথম ফিফটি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৫ বল থেকে ৮ চার ও ১ ছয়ে ৬০ রান করেন। ১৯৮ রানের সংগ্রহ পায় প্রোটিয়া শিবির।
বলহাতে জিম্বাবুয়ের তেন্ডাই চাতারা ৩টি, কাইল জার্ভিস, ডোনাল্ড টিপিরানো ও ব্র্যান্ডন মাভুটে নেন ২টি করে উইকেট।
১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। দুই অঙ্ক ছোঁয়ার আগে সলোমন মিরে ও ক্রেইগ আরভিনকে ফিরিয়ে দেন ডেল স্টেইন। আর সর্বোচ্চ ২৭ রান করা হ্যামিল্টন মাসাকাদজার ইনিংসের সলিল সমাধি ঘটে লুঙ্গি এনগিদি আঘাতে।
এরপর থেকে অতিথিদের ওপর একাই রাজত্ব করেছেন প্রোটিয়া লেগি ইমরান তাহির। তাহিরের করা ১৮তম ওভারের শেষ বলে স্টাম্পড হয়ে ফিরেন শন উইলিয়ামস।
পরের ওভারের প্রথম দুই বলে ফিরেন পিটার মুর ও মাভুটা। মুর এলবিডব্লিউ হয়ে ফেরার পর গুগলিতে বোল্ড হয়ে যান মাভুটা। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক করেন তাহির। কাইল জার্ভিসকে ফিরিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট নেন এই লেগ স্পিনার।
১১ নম্বর ব্যাটসম্যান টেন্ডাই চাটারাকেও ফেরান তাহির। মাত্র ২৪ রানে ৬ উইকেট নিয়ে অতিথিদের একাই গুঁড়িয়ে দেন তিনি। স্টেইন ২ উইকেট নেন ১৯ রানে।
শনিবার (৬ অক্টোবর) পার্লে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এইচএল/আরআইএস/


