ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সৌম্য’র প্রথম শিকার শাদাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫১, সেপ্টেম্বর ২৭, ২০১৮
সৌম্য’র প্রথম শিকার শাদাব সৌম্য সরকার

ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম উইকেট পেলেন বাংলাদেশের সৌম্য সরকার। ২৬তম ওভারে বল করতে এসে প্রথম বলেই পাকিস্তানের শাদাব খানকে (৪) বাউন্সে পরাস্ত করেন সৌম্য। তার বাউন্স বলে পুল করার চেষ্টা করতে গেলে শাদাবের ব্যাটে লেগে বল জমা হয় লিটন দাসের গ্লাভসে।

সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৪০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই ওপেনার ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে পঞ্চম বলেই দারুণ এক ডেলিভারিতে ফখরকে রুবেল হোসেনের ক্যাচে পরিণত করলে মাত্র ২ রানেই প্রথম উইকেট হারায় সরফরাজবাহিনী।

পরের ওভারের দ্বিতীয় বলেই বাবর আজমকে লেগ বিফোরের ফাঁদে ফেললে ৩ রানেই ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর চতুর্থ ওভারে বল করতে এসে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে উইকেটরক্ষক মুশফিকের হাতে দিতে বাধ্য করেন টাইগার পেসার মোস্তাফিজ। মাত্র ১৮ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান।

চলতি এশিয়া কাপে প্রায় প্রতি ম্যাচেই দলের ব্যাটিংয়ে হাল ধরা পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক এই ম্যাচেও দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ৫১ বলে ২ চারে ৩০ রান করা মালিককে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন রুবেল হোসেন। যদিও এই উইকেট পাওয়ার জন্য অধিনায়ক মাশরাফির ‘সুপারম্যান’ ক্যাচটিই দায়ী।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৯৮ রানে ৫ হারিয়েছে পাকিস্তান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।