ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চোটগ্রস্ত তামিম ফিরছেন মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৩, সেপ্টেম্বর ১৭, ২০১৮
চোটগ্রস্ত তামিম ফিরছেন মঙ্গলবার দলের প্রয়োজনে একহাত দিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম-ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে ইনিংসের শুরুতেই সুরাঙ্গা লাকমালের বাউন্সারে বাঁহাতের কবজিতে চোট পান তামিম ইকবাল। চোটের মাত্রা এতটাই প্রকট আকার ধারণ করে যে, ওই ম্যাচ তো বটেই আগামী দু' মাসের ম‌ধ্যে তিনি মাঠে নামতে পারবেন না বলে চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন।

যদিও সেদিন দলের প্রয়োজনে একহাত দিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম। তবে টুর্নামেন্টে শুরু হতে না হতেই তাকে দেশে ফিরে আসতে হচ্ছে এবং সেটা আগামীকালই (মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর)।

বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের দেয়া তথ্যমতে, এমিরেটস এয়ারলাইনসযোগে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে তামিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে অবতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।