ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সর ‘লাইফবয়’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, সেপ্টেম্বর ৬, ২০১৮
বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সর ‘লাইফবয়’ বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সর লাইফবয়। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে নতুন স্পন্সর হিসেবে চুক্তি করলো ‘লাইফবয়’।

এর আগে হঠাৎ করেই গেলো মাসের ২৬ তারিখে বেসরকারি মোবাইল সেবা প্রতিষ্ঠান 'রবি টেলকম' বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের চুক্তি থেকে সরে দাঁড়ায়। সে সময় কোন পক্ষই এর কারণ না জানালেও পরবর্তীতে জানা যায়, সিনিয়র ক্রিকেটারদের অন্যান্য মোবাইল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থাকার কারণেই রবি সড়ে দাঁড়ায়।

পরবর্তীতে বিসিবির পক্ষ থেকে জানানো হয় এশিয়া কাপের আগেই নতুন স্পন্সর পাবে বাংলাদেশ ক্রিকেট। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সেই নতুন স্পন্সরের নামই জানা গেলো।

আনুষ্ঠানিকভাবে বিসিবির পক্ষ থেকে এখনও লাইফবয়ের (ইউনিলিভার) নাম না জানালেও এটি অনেকটাই নিশ্চিত। কারণ এদিন লাইফবয়ের লোগো সহ প্র্যাকটিস কিট পরে মিরপুর শের ই বাংলা সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত হন প্রধান কোচ স্টিভ রোডস ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।   

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে বিসিবি'র সঙ্গে স্পন্সর প্রতিষ্ঠান রবি'র চুক্তির মেয়াদ ছিলো ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত। কিন্তু চুক্তির প্রাসঙ্গিকতা হারানোয় মেয়াদের আগেই মোবাইল সেবা প্রতিষ্ঠানটি সরে দাঁড়ায়।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।