ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ দলে ফিরলেন ওকস-পোপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, সেপ্টেম্বর ৫, ২০১৮
ইংলিশ দলে ফিরলেন ওকস-পোপ অলরাউন্ডার ক্রিস ওকস ও ব্যাটসম্যান ওলি পোপ-ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আর এই দলে ফিরেছেন অলরাউন্ডার ক্রিস ওকস ও ব্যাটসম্যান ওলি পোপ। এছাড়া বাজে ফর্ম সত্বেও রেখে দেয়া হয়েছে ওপেনার কিয়েটন জেনিংসকে।

এই সিরিজেই লর্ডস টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করা ওকস চতুর্থ টেস্ট ইনজুরির কারণে খেলতে পারেননি। তিনি এখনও পুরোপুরি সুস্থ না হলেও একাদশের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচকরা তার জন্য অপেক্ষা করবেন।

অন্যদিকে লর্ডসে অভিষেক হওয়া পোপ ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় টেস্টে ১০ ও ১৬ করার পর বাদ পড়েন। তবে নির্বাচকরা তাকে আবারও ডেকেছেন।

৭ সেপ্টেম্বর দ্য কিয়া ওভারে পঞ্চম টেস্ট অনুষ্ঠিত হবে।

পঞ্চম টেস্টের ইংল্যান্ড দল:
জো রুট (অধিনায়ক), মইন আলী, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, অ্যালিস্টার কুক, স্যাম কুরান, কিয়েটন জেনিংস, ওলি পোপ, আদিল রশিদ, বেন স্টোকস, ক্রিস ওকস।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।