ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহ’র দুর্দান্ত ব্যাটিংয়ে সেন্ট কিটসের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৩, সেপ্টেম্বর ৩, ২০১৮
মাহমুদউল্লাহ’র দুর্দান্ত ব্যাটিংয়ে সেন্ট কিটসের জয় মাহমুদউল্লাহ রিয়াদ (ফাইল ফটো)

ক্যারিবিয়ার প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইজা তালাওয়াসের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ উইকেটের বড় জয় পেল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। আর দলের এ জয়ে অপরাজিত দুর্দান্ত ব্যাটিং করে অবদান রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথমে ব্যাট করা জ্যামাইকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে। জবাবে সেন্ট কিটস ব্যাটিংয়ে নামলে বৃষ্টি হানা দেয়।

পরে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১ ওভারে তাদের নতুন টার্গেট দাঁড়ায় ১১৮। যা ৫ বল বাকি থাকতেই তুলে না ক্রিস গেইলের নেতৃত্বে দলটি।

ওয়ার্নার পার্কে ২০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে ফেলে সেন্ট কিটস। তবে এ সময় বৃষ্টির বাগড়া শুরু হয়। বৃষ্টি থামলে আম্পায়াররা নতুন টার্গেট দেন। সেখান থেকে ভ্যান ডার ডুসেন ও মাহমুদউল্লাহ’র অপরাজিত ব্যাটিং জেতা সেন্ট কিটসকে।

২৪ বলে ৪টি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন ডুসেন। আর ১১ বলে দুটি চার ও সমান ছক্কায় ২৮ রান করেন মাহমুদউল্লাহ। এর আগে ওপেন করতে নেমে ২৪ বলে ৪১ রান আসে গেইলের ব্যাট থেকে।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রোভম্যান পাওয়েলের ৮৪ রানে ভর করে বড় স্কোর গড়ে জ্যামাইকা। ৪০ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান পাওয়েল। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ করেন ফিলিপস।

সেন্ট কিটস বোলারদের মধ্যে দুটি উইকেট পান বেন কাটিং। একটি করে উইকেট তুলে নেন অ্যালেন, ব্র্যাথওয়েট ও জোসেফ।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।