ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

৩৯তম টেস্টে কোহলির এমন সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, আগস্ট ৩০, ২০১৮
৩৯তম টেস্টে কোহলির এমন সিদ্ধান্ত ছবি: সংগৃহীত

৩৯তম টেস্টে এসে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন বিরাট কোহলি। মানে হচ্ছে, পর পর দুই টেস্টে একই একাদশ মাঠে নামালেন ভারতীয় অধিনায়ক। সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ট্রেন্ট ব্রিজের দলই খেলালেন তিনি।

২০১৪ সালে মাহেন্দ্র সিং ধোনির থেকে টেস্টের নেতৃত্ব পাওয়ার পর কোহলি টানা ৩৮ টেস্টের প্রতিটি ম্যাচেই অন্তত একটি পরিবর্তন এনেছেন।

কোহলির নেতৃত্বে ভারত এখন পর্যন্ত রেকর্ড ২২টি টেস্টও জিতে নিয়েছে।

তার অধীনে টিম ইন্ডিয়া শুধুমাত্র দক্ষিণ আফ্রিকায় সিরিজ হেরেছে।

চলমান সিরিজেও ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) থেকে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হয়েছে।

ভারতীয় একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হার্দিক পান্ডিয়া, ঋশব প্যান্ট, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।