ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমে জো রুটের খেলার উপর নিষেধাজ্ঞা দিয়েছে তার দেশ ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত জাতীয় দলের ব্যস্ত সূচির কারণেই রুটের উপর এই নিষেধাজ্ঞা দিয়েছে বোর্ড।
২০১৯ ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। আর এরপর রয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার যুদ্ধসম অ্যাশেজ সিরিজ।
এজন্যই আইপিএলের ২০১৯ মৌসুমের নিলাম দেওয়া হবে না রুটের। যদিও গেলো মৌসুমে কোনো ফ্রাঞ্চাইজিই রুটের জন্য আগ্রহ দেখায়নি।
চলতি সপ্তাহে বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক রুট। তবে পুরো টুর্নামেন্ট নয় মাত্র সাতটি ম্যাচ খেলবেন তিনি।
ইংল্যান্ডের হয়ে ২৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন রুট। ক্রিকেটের এই ছোট ফরম্যাটে ১২৮.৫৯ স্ট্রাইক রেটে তার রান ৭৮৭। তবে ইংলিশ ক্রিকেট বোর্ড সংক্ষিপ্ত সংস্করণের চেয়ে টেস্টেই রুটকে খেলাতে বেশি আগ্রহী।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এমকেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।