ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ক্রিকেট

বরখাস্ত হলেন ভেট্টোরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, আগস্ট ২৪, ২০১৮
বরখাস্ত হলেন ভেট্টোরি ড্যানিয়েল ভেট্টোরি, যখন ব্যাঙ্গালুরুর কোচ ছিলেন

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু’র হেড কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে। সেই সঙ্গে তার কোচিং স্টাফদেরও সরিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ব্যাঙ্গালুরু মিররে প্রকাশিত রিপোর্টের বরাতে এমনটাই জানিয়েছে দ্য ক্রিকেটার। খবরে বলা হয়, রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিকপক্ষ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড প্রধান কোচ ভেট্টোরিকে তার সকল সহযোগীসমেত বরখাস্ত করেছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৮ সালের আসরে ১৪ ম্যাচ খেলে মাত্র ৬ ম্যাচে জয় পায় শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে গড়া ব্যাঙ্গালুরু।  

দলের অধিনায়ক বিরাট কোহলি বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নেওয়া প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এবং সাবেক কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানদের দলে নিয়েও সফলতার মুখ দেখতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি। ষষ্ঠ স্থানে থেকে গত আসর শেষ করে ব্যাঙ্গালুরু।  

ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে তার দুই সহযোগী তথা ব্যাটিং ও ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও বিদায়ী চিঠি দিয়েছে ব্যাঙ্গালুরু।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।