ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সিপিএলে মাহমুদউল্লাহদের দ্বিতীয় হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৮, আগস্ট ১৬, ২০১৮
সিপিএলে মাহমুদউল্লাহদের দ্বিতীয় হার রস টেইলরের অপরাজিত হাফসেঞ্চুরির ওপর ভর করে ১৭৮ রানের ভালো সংগ্রহ দাঁড় করায় জ্যামাইকা-ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে ফের হার দেখলো সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। টুর্নামেন্টের অষ্টম ম্যাচে জ্যামাইকার স্যাবাইনা পার্কে জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ৪৭ রানের বড় ব্যবধানে হেরে যায় গেইল-মাহমুদউল্লাহরা।

প্রথমে ব্যাট করা জ্যামাইকা নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে পুরো ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ১৩১ রানের বেশি করতে পারেনি সেন্ট কিটস।

১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে সেন্ট কিটসের কোনো ব্যাটসম্যানই বলার মতো স্কোর করতে পারেনি। সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক গেইল। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। জ্যামাইকার ক্রিসমার সান্তকি, অ্যাডাম জাম্পা ও ইমাদ ওয়াসিম ২টি করে উইকেট পান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রস টেইলরের অপরাজিত হাফসেঞ্চুরির ওপর ভর করে ১৭৮ রানের ভালো সংগ্রহ দাঁড় করায় জ্যামাইকা। ৩৫ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৫১ করেন টেইলর। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার কেনার লুইস।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।