ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মামলার শুনানির কারণে লর্ডস টেস্টে নেই স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, আগস্ট ৬, ২০১৮
মামলার শুনানির কারণে লর্ডস টেস্টে নেই স্টোকস মামলার শুনানির কারণে লর্ডস টেস্টে নেই স্টোকস-ছবি: সংগৃহীত

ব্রিস্টলে সেই ঘটনার মামলার শুনানির কারণে ভারতের বিপক্ষে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না বেন স্টোকস। গত বছর ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে হাতাহাতির কারণে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন এই ইংল্যান্ড অলরাউন্ডার। পরে তার বিরুদ্ধে মামলাও করা হয়।

স্টোকসের বদলি হিসেবে ইংলিশ দলে নেয়া হয়েছে পেসার কাম ব্যাটসম্যান ক্রিস ওকসকে।

তবে দ্বিতীয় টেস্টে বাদ পড়েছেন অফ ফর্মে থাকা ব্যাটসম্যান ডেভিড মালান।

তার পরিবর্তে ডাক পেয়েছেন এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা ওলি পোপ।

আগামী ৯ আগস্ট দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। এর আগে এজবাস্টনে সিরিজের প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক, কিয়েটন জেনিংস, জো রুট (অধিনায়ক), ওলি পোপ, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, স্যাম কুরান, স্টুয়ার্ট ব্রড, জেসম অ্যান্ডারসন, জেমি পোর্টার।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।