ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

ক্রিকেট

ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৪, আগস্ট ৬, ২০১৮
ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে ফিরলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় ব্যাট হাতে ঝড় তুলেছেন টাইগার ওপেনার লিটন দাস। তুলে নিয়েছেন  টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করা এ ব্যাটসম্যান মাত্র ২৪ বলে ৫টি চার ও ৩ ছক্কার অর্ধশতক উদযাপন করেন। তবে দলকে এগিয়ে দেওয়ার পর ৬১ রানে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন তিনি।

সোমবার (৬ আগস্ট) ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে লিটনের ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণেই মাত্র ৩.৪ বলেই নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম অর্ধশত ওঠে টাইগারদের স্কোরকার্ডে। আরেক ওপেনার তামিম ইকবাল ১৩ বলে ২১ রান করে কার্লোস ব্রাথওয়েটের বলে কেসরিক উইলিয়ামসের ক্যাচে পরিণত হলে দু’জনের ৬১ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙে।

ওয়ানডাউনে খেলতে নামা সৌম্য সরকার ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে দলীয় ৬৬ রানের মাথায় কিমো পলের বলে ক্যাচ তুলে নিয়ে বিদায় নেন। নবম ওভারে দলীয় ৯৭ রানের মাথায় ব্রাথওয়েটের বলে বিদায় নেন মুশফিকুর রহিম (১২)। খেলতে নামেন সাকিব আল হাসান।

১১তম ওভারের পঞ্চম বলে দলের ১০২ রানের মাথায় ৬ চার ও ৩ ছক্কায় ৬১ রান সংগ্রহ করা লিটন ফিরে গেলে মাঠে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ।  প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান।

সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে দেখা গেলো বদলে যাওয়া বাংলাদেশকে। তামিম-সাকিব-নাজমুল অপুদের দুর্দান্ত পারফরম্যান্সে ১২ রানের জয় তুলে বাংলাদেশ সিরিজে সমতায় ফেরে। সোমবারের ম্যাচটিই নির্ধারণ করবে, কারা হাতে নিতে পারবে সিরিজের ট্রফি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আন্দ্রে ফ্লেচার, চ্যাডউইক ওয়ালটন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, দীনেশ রামদিন, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েট, অ্যাশল নার্স, কিমো পল, কেসরিক উইলিয়ামস, স্যামুয়েল বদ্রি।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এমএইচএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।