ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ক্রিকেট

নিবিড় অনুশীলনে টাইগার যুবারা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, জুলাই ৩১, ২০১৮
নিবিড় অনুশীলনে টাইগার যুবারা  অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ 'এ' দল

ঢাকা: এশিয়া কাপ সমাগত (২৭ সেপ্টেম্বর)। তার সপ্তাহ খানেক বাদেই সিরিজ খেলতে উড়াল দিতে হবে শ্রীলঙ্কায়। আর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ তো আছেই। ফলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে ব্যাপক ব্যস্থতা। সেই বিষয়টিকে মাথায় রেখেই মিরপুরে কঠোর অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন টাইগার যুবারা।

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে গিয়ে দেখা গেল হেড কোচ নাভিদ নেওয়াজের দেখিয়ে দেয়া পথ অনুসরণ করছেন অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা। ওয়ার্মআপ দিয়ে অনুশীলনে নেমে পর্যায়ক্রমে সেরেছেন বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং অনুশীলন।



অবশ্য অনুশীলন শুরু হয়েছে গেল মাসে অর্থাৎ জুনে। তিন সপ্তাহের প্রস্তুতি শেষে এই  মুহুর্তে মিরপুর একাডেমি মাঠে চলছে দ্বিতীয় ধাপের প্রস্তুতি। চলতি মাসের ৮ তারিখে শুরু হওয়া চার সপ্তাহের এই ক্যাম্প শেষ হবে ১০ আগস্ট।
 
এরপর ঈদ উল আযহার ছুটি শেষে তৃতীয় ধাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে নাভেদ নেওয়াজের শিষ্যরা।
 
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।