ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভুল থেকে শিখছি না, আক্ষেপে বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১০, জুলাই ২৬, ২০১৮
ভুল থেকে শিখছি না, আক্ষেপে বললেন মাশরাফি মাশরাফির আক্ষেপ। ছবি: সংগৃহীত

হাতের নাগালে পাওয়া জয় হাত ফসকে গেলে যে কেউই আর হতাশা চেপে রাখতে পারেন না। পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র তিন রানে হারার পর আক্ষেপ ঝরে পড়লো অধিনায়কের কন্ঠে।

তার মতে, বারবার একই ভুল করেও শিখছে না দলের ক্রিকেটাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে দাপুটে জয়ের পর একই মাঠে একই উইকেটে হার মানতে পারছেন না আশাবাদী মাশরাফিও।

১৩ বলে ১৪ রান, এমনকি শেষ ওভারে মাত্র ৮ রান দরকার হলেও হাতে ৬ উইকেট নিয়ে তিন রানে হেরে মাঠ ছাড়ে মোসাদ্দেক-মাশরাফিরা।

এভাবে শেষ মুহূর্তের হার বাংলাদেশের কাছে নতুন নয়। কিন্তু বারবার একই ভুল করায় আক্ষেপ নিয়ে ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ‘এই ধরনের ম্যাচ হারা তো অবশ্যই হতাশার। শেষ ১৩ বলে ১৪ রান লাগবে, ৬ উইকেট হাতে। সেখান থেকে ম্যাচ হারার কথা নয়। আর এমন না যে এটা প্রথমবার হলো। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার হলো। এটাই বেশি হতাশার। আমরা বারবার ভুল থেকে হয়তো শিখছি না। সহজেই শেষ করা উচিৎ ছিল এই ম্যাচ। ’

এর আগে ২০১২ এশিয়া কাপের ফাইনালে, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ও চলতি বছর নিদাহাস ট্রফির ফাইনালে শেষ মুহূর্তে হারতে হয়েছে বাংলাদেশকে। তবু একই ভুলের পুনরাবৃত্তি যেন মানতেই পারছেন না অধিনায়ক। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সেইন্ট কিটসে ম্যাচ জেতা হয়তো অনেকটাই কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। তাই গায়ানাতেই সিরিজ জয়ের সুযোগ হারানোতে আক্ষেপটা আর দমিয়ে রাখতে পারেননি মাশরাফি।

‘এখানে আসলে কী বলব, সমস্যাটা টেকনিক্যাল না মেন্টালি, ব্যাখ্যা করা কঠিন। এমন যদি হতো যে ১২ বলে ২০ রান লাগবে, অন্য কথা ছিল। কিন্তু ১৩ বলে যখন ১৪ লাগবে, তখন টেকনিক্যাল বা মেন্টাল বলা কঠিন। সত্যিকার অর্থে বললে, আমরা এই ধরনের ভুল বারবার করছি। এই ধরনের পরিস্থিতিতে হয়ত নার্ভ আরও সহজ রাখা যেত। বল প্রতি রান দরকার ছিল। এক এক করে রান নিয়েই শেষ করা যেত, যেটা আমরা করতে পারিনি। ’

আগামী শনিবার (২৮ জুলাই) সেইন্ট কিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।