ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কন্ডিশন বিবেচনা করেই রাজুকে ডাকা হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, মে ৩০, ২০১৮
কন্ডিশন বিবেচনা করেই রাজুকে ডাকা হয়েছে আবুল হাসান রাজু-ছবি: সংগৃহীত

বুধবার (৩০ মে) দেরাদুনের উইকেট পরিদর্শন শেষে সেখানে সফররত বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে, এই উইকেটে আবুল হাসান রাজুই কার্যকর বোলার। তাই মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে আসন্ন আফগান সিরিজে তাকে দলে ডাকা হয়েছে।

বুধবার বিকেলে বাংলানিউজকে একথা জানালেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নু বলেন,‘ও আমাদের স্ট্যান্ডবাই প্লেয়ার ছিলো।

ফাস্ট বোলারের বদলি হিসেবে ফাস্ট বোলার দেয়া হয়েছে। যেহেতু টি-টোয়েন্টি সংক্ষিপ্ত সংস্করণের খেলা, সেখানে ওর সামর্থ্য আছে। তাছাড়া উইকেট দেখার পর টিম ম্যানেজমেন্টও ওকে চাচ্ছিলো। এই জন্যই ওকে আমরা আগে স্ট্যান্ডবাই করে রেখে দিয়েছিলাম। ’

সিরিজে অংশ নিতে শুক্রবার (১ জুন) দেরাদুনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রাজু।

২০১২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত রাজু ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে মোট ম্যাচ খেলেছেন ৪টি। ৪ ম্যাচ থেকে তার প্রাপ্ত উইকেট সংখ্যা ২।

সবশেষ ম্যাচটি খেলেছেন ওই বছরের ২৫ সেপ্টেম্বর, ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে। ৩ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে দুই পাক ওপেনার ইমরান নাজির ও মোহাম্মদ হাফিজের উইকেট তুলে নিয়েছিলেন।

যদিও ম্যাচটি ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ৩০ মে ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।